বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেই ‘ওয়ান টু ওয়ান’ ফাইটে চ্যালেঞ্জ ছুঁড়ে বসলেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইলন মাস্কের এক টুইটবার্তার বরাত দিয়ে সোমবার বিজনেস ইনসাইডার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
টুইটে রুশ বর্ণমালা ব্যবহার করে পুতিনের নাম ও ইউক্রেন লিখেছেন মাস্ক।
টুইটে ইলন লেখেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে ‘ওয়ান টু ওয়ান’ লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি।’
ইলন মাস্ক আরও লিখেছেন, আপাতদৃষ্টিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইঙ্গিত দিচ্ছে যে দ্বৈত-বিজয়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে। যেহেতু পুতিনের কোনো ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট নেই, তাই মাস্ক রাশিয়ার প্রেসিডেন্টের এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে তাঁর চ্যালেঞ্জের বিষয়ে মতামত চেয়েছেন।
রাশিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে ইলন জানতে চেয়েছেন আপনারা কি এই লড়াইয়ের করতে আগ্রহী (ইলন বনাম পুতিন)?
এর আগে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক যুদ্ধের মধ্যেই অতি দ্রুত কোম্পানির স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট সংযোগ প্রদান করেছিলেন।
প্রসঙ্গত পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হওয়ার সঙ্গেই নিজে একজন বড় মাপের যোদ্ধ। তাইকোয়ান্ডোর মতো ডেডলি মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট রয়েছে পুতিনের। তাই তাঁকে ‘ওয়ান টু ওয়ান’ লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সাহসের, এটা মানছেন অনেকেই৷
বিএনএনিউজ/এইচ.এম।