25 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বড় ব্যবসায়ীরা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল: মেয়র শাহাদাত

বড় ব্যবসায়ীরা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল: মেয়র শাহাদাত

বড় ব্যবসায়ীরা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল: মেয়র শাহাদাত

বিএনএ, চট্টগ্রাম: দেশের বড় বড় ব্যবসায়ীরা নিজেদের ফায়দা হাসিল করতে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তারা ট্যাক্স মওকুফ করিয়েছিল, আরও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছে। তারা নিজেদের স্বার্থে গত ১৬ বছর ধরে ক্ষমতার সঙ্গে কম্প্রোমাইজ করেছিল।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বড় ব্যবসায়ীদের কম্প্রোমাইজের কারণে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা গত ১৬ বছরে ধ্বংস হয়ে গেছে। তারা আজ নানা সমস্যায় জর্জরিত।’

দেশকে মুক্তবাজার অর্থনীতির ধারায় ফেরাতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘মুক্তবাজার অর্থনীতি, যেটা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পরে উন্মুক্ত করেছেন। যার ধারাবাহিকতায় অর্থনীতি, মানবসম্পদ, কৃষি এবং পোশাক খাতে অভূতপূর্ব সাফল্য এসেছিল, সেই ধারায় আমাদের ফিরে যেতে হবে।’

‘আজ চট্টগ্রাম বাণিজ্যিক নগরীর পাশাপাশি পর্যটন নগরীও। কিন্তু সেটাকে আমরা সেভাবে ফোকাস করতে পারিনি। এটাকে ফোকাস করতে হবে,’ -বলেন মেয়র।

মেলার আয়োজক মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

আরও বক্তব্য দেন, পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর, মেলা কমিটির সদস্য ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান, জুনায়েদ আহমেদ।

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চীনসহ দেশি-বিদেশি দুই শতাধিক স্টল আছে। ১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ