31 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » টানা ৩ দিন বৃষ্টির আভাস

টানা ৩ দিন বৃষ্টির আভাস

বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

বিএনএ, ঢাকা : আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী ছাড়া অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকম এমন পূর্ভাবাসের কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী ছাড়া অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ