14 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর পল্টনের রাজারবাগ পুলিশ লাইনের ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের আনুমানিক বয়স একদিন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন ১ নম্বর গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয় । পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম জানান, সকালে থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটি একটি সাদা পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ