18 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি বোয়ালখালী থানার আছহাব উদ্দিন

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি বোয়ালখালী থানার আছহাব উদ্দিন

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি বোয়ালখালী থানার আছহাব উদ্দিন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ থানা বোয়ালখালী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলার সিভিক সেন্টারে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে এ সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্।

এছাড়া অস্ত্র উদ্ধারপূর্বক তিন আসামি গ্রেপ্তারের জন্য বোয়ালখালী থানা পুলিশ পেয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কর্তৃক সম্মাননা পুরস্কার।

জানা যায়, ক্রাইম কনফারেন্সে অভিন্ন মানদণ্ডের আলোকে গত জানুয়ারি মাসের অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আছহাব উদ্দিন গত বছরে জুলাই মাসে বোয়ালখালী থানার দায়িত্ব নেন।

ওসি মো. আছহাব উদ্দিন বলেন, এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে বোয়ালখালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা এবং শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে মনোনীত করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই বোয়ালখালী থানার সকল পুলিশ সদস্যকে।

প্রসঙ্গত, ওসি মো. আছহাব উদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগ দেন। ২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ হিসেবে ফটিকছড়ির ভুজপুর থানায় দায়িত্ব পালন করেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ