চুয়েট প্রতিনিধি:“ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানবিক কাজে” এ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীরা চট্টগ্রাম মহানগরীর পাঁচটি এলাকায় শ্রমজীবী মানুষ ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
গতকাল ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নগরীর স্টেশন রোড, দুই নং গেইট, বদ্দারহাট, চকবাজার এবং সিআরবি এলাকায় ৩৫০ জন শ্রমজীবী মানুষ ও পথশিশুকে খাবার বিতরণ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (‘২০ ব্যাচ) ৩০জন শিক্ষার্থী এমন আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। তারা উক্ত আয়োজনের নাম দিয়েছিলেন “অনুরক্তি”। ভালোবাসা দিবসে সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেয়াই যার উদ্দেশ্য।
উক্ত দলের সদস্য তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আশরাফুল আলম তামিম বলেন, ভালবাসা দিবসে আমাদের ভালোবাসাটুকু পথশিশু এবং খেটে খাওয়া মানুষদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমাদের এ আয়োজন। সামনের বছর গুলোতে আরো বড় পরিসরে এ আয়েজন করার আশা করছি আমরা। ইনশাআল্লাহ, সামনে এ সংখ্যাটা যাতে আরো বাড়ে এবং আমরা যাতে একই দিনে হাজার খানেক মানুষকে সাহায্য করতে পারি সেটাই আশা করছি।
উল্লেখ্য, এটি তাদের দ্বিতীয় আয়োজন। গতবছর ভালোবাসা দিবসে তারা ১ম এ আয়োজন শুরু করে।
মোহাম্মদ ইয়াসির আফনান, জিএন