27 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধের সফলতা দাবি রুশ বাহিনীর

যুদ্ধের সফলতা দাবি রুশ বাহিনীর

যুদ্ধের সফলতা দাবি রুশ বাহিনীর

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে আক্রমণ চালানোর প্রায় এক বছর পর রাশিয়ার সফলতা পেতে যাচ্ছে বলে দাবি করেছেন। বুধবার(১৫ ফেব্রুয়ারি) রুশ বাহিনী এ দাবি করে।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে দুটি প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলেছে তাদের সৈন্যরা। ইউক্রেনীয় সৈন্যদের প্রায় তিন কিলোমিটার পেছনে যেতে, তাদের যুদ্ধের সরঞ্জাম এবং মৃতদেহ নিয়ে যেতে বাধ্য করেছে তারা।

কয়েক মাস ধরে ইউক্রেন-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে অনবরত আঘাত হানছে রাশিয়ান আর্টিলারি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। কয়েক মাস বিপর্যয়ের পর মস্কো এখন বেপরোয়া। রাশিয়ার সীমান্তবর্তী শিল্প এলাকা ডোনবাসে হামলা অব্যাহত রাখতে মস্কো সেখানে আরও সৈন্য পাঠিয়েছে বলে জানা গেছে।
বুধবার দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, আগের দিন শহরটিতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে রকেট হামলা চালানো হয়। অন্তত ১২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, শীত কমার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হলে উভয় পক্ষ পালটাপালটি আক্রমণ শুরু করলে যুদ্ধ জটিল পর্যায়ে চলে যেতে পারে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ