14 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ববির বঙ্গবন্ধু হলের আউটডোর গেমের উদ্বোধন

ববির বঙ্গবন্ধু হলের আউটডোর গেমের উদ্বোধন


বিএনএ, ববি (বরিশাল) :  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের আউটডোর গেমের উদ্বোধন করা হয়েছে ৷ রোববার (১৫ই জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু হলের সম্মুখে ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গনে ব্যডমিন্টন টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু হয় আউটডোর গেমস ২০২৩ ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আরেফিন ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ৷

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা সহশিক্ষা গবেষণার কার্যক্রমকে সামনে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্ব ও বন্ধুত্তসুলভ কার্যক্রমকে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু হলের আয়োজনকে সাদুবাদ জানান ৷

বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ট্রেজারার বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বরিশাল বিশ্ববিদ্যালয় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ বঙ্গবন্ধুর ইতিহাস মানেই বাঙালীর ইতিহাস ৷জাতির জনক বঙ্গবন্ধুর নামের এই হলের এমন ইতিবাচক উদ্যোগ প্রসংশনীয় ৷

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর খোরশেদ আলমসহ বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষকবৃন্দ ৷

টুর্নামেন্টে তৃতীয় তলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৷

বিএনএনিউজ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ