22 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা,নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা,নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

বিএনএ ডেস্ক : ইউক্রেনে আবারও রাশিয়ার হামলায় ১২ জন নিহত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ভোরে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পুরো দেশে দ্বিতীয় দফায় আরও হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, নিপ্রো নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া অনেক মানুষ এখনো বেঁচে আছে।

দিনিপ্রোর ডেপুটি মেয়র মিখাইলো লাইসেনকো সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের চিৎকার শুনতে পাই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দিনিপ্রো অ্যাপার্টমেন্ট হামলায় নিহতদের সংখ্যা বাড়তে পারে। তিনি তার পশ্চিমা মিত্রদের কাছে ‘রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে আরও অস্ত্রের জন্য নতুন করে আবেদন জানিয়েছেন।

এদিকে, এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক ও কিয়েভের অন্যান্য মিত্ররা। ইউক্রেনকে আত্মরক্ষা করতে সাহায্য করার জন্য আরও নিরাপত্তা সহায়তা আসছে বলেও টুইটারে জানান তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ