25 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমায় ৭০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় ৭০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

৭০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

বিএনএ: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে ৭০ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

এ বিষয়টি নিশ্চিত করে ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান জানান, হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে এসব বিয়ে হয়।

তাবলিগের রেওয়াজ অনুযায়ী, ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ানমঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে হয়।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্য অর্থ।

বিয়ের পর নবদম্পতিদের সুখ সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়েছে। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ