Bnanews24.com
Home » ঝিনাইদহ সীমান্তে আটক ২২
ঝিনাইদহ সব খবর

ঝিনাইদহ সীমান্তে আটক ২২

ঝিনাইদহ সীমান্তে আটক ২২

বিএনএ, ঝিনাইদহঃ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২২জনকে আটক করেছে বিজিবি।শনিবার(১৫ জানুয়ারী) ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম হতে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃত সবাই বাংদেশ হতে ভারতে অবৈধভাবে পারাপারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলাম এর মেহগনী বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের সকলের বাড়ী বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ আতিক, ওজি