বিএনএ, ঢাকা : আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। অন্যদিকে, বাসে চালু হয়েছে যত আসন তত যাত্রী।
সকাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখেই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। ট্রেনের ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি।
গত মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে আসন ফাঁকা রেখে চলাচলের বিষয়টি জানানো হয়। এর আগে সরকার দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না।
বিএনএনিউজ/এইচ.এম।