28 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জে দুই বিএনপি নেতাকে বহিস্কার

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা সকলেই গুলিবিদ্ধ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

হামলাকারী ও আহতরা সকলেই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

হামলায় আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন

মো. জসিম উদ্দিন (৫০),  জানে আলম (৪৪) ও মো. সাইফুদ্দিন (৩১) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়ির লোকজন আহত হয়েছেন, সেটি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের পুরোনো বাড়ি নামে পরিচিত। তাঁর ছেলে কামাল উদ্দিনের ওপর হামলা করার জন্যই  গিয়েছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার‍ম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

অন্যদিকে হামলাকারীরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। থানা-পুলিশ বলছে, মুহাম্মদ মামুনের নেতৃত্বে এই হামলা হয়েছে। তিনি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচয় দেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ