24 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন পররাষ্ট্র দপ্তর : বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত

মার্কিন পররাষ্ট্র দপ্তর : বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত

মার্কিন পররাষ্ট্র দপ্তর

বিএনএ, ঢাকা : বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আবারও তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ওয়াশিংটনে গত ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, “আমরা সব সাংবাদিকের অধিকার এবং স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান জানাতে উৎসাহিত করি।” তিনি আরও যোগ করেন, “যে কোনো গণতন্ত্রের জন্য ভিন্নমত, বিরোধী দলসহ সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার অপরিহার্য উপাদান।”

এ সময় তাকে প্রশ্ন করা হয়, সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র কীভাবে মত পোষণ করছে এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা কী?

উত্তরে প্যাটেল বলেন, “আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ সকল অংশীদারদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আসছি। এই স্বাধীনতা সমুন্নত রাখতে ও রক্ষা করতে হবে, কারণ এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অপরিহার্য।”

এছাড়া, সম্প্রতি ১৮৪ জন সাংবাদিকের প্রেস ক্রেডেনশিয়াল বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে, প্যাটেল বলেন, “এটি যদি সত্যি হয়, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। সংবাদপত্রের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তবে প্যাটেল আরও বলেন, “আমরা এটি নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশের সব সাংবাদিকের অধিকার এবং স্বাধীনতাকে যেনো যথাযথভাবে সম্মান জানানো হয়।”

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ