14 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৩১

গাজায় শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৩১


বিএনএ, ডেস্ক :  গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা খবরটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে  ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলের দাবি সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। যদিও ইসরায়েলি এ হামলায় নিহতদের বেশিরভাগ বেসামরিক।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩৮ দিন আজ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ১১ হাজার ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৭ হাজার ৭’শ শিশু এবং নারী। ১৮ হাজার ২০০শ’র বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ৪শ’র মতো ইসরায়েলি নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ