28 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » হজ্বের খরচ কমানোর দাবী-হাজ্বীদের মিলনমেলা

হজ্বের খরচ কমানোর দাবী-হাজ্বীদের মিলনমেলা

ছাগলনাইয়ায় ট্রাভেল ক্লাব এভিয়েশনের উদ্যোগে হাজ্বীদের মিলনমেলা

ফেনী প্রতিনিধি : ছাগলনাইয়ায় ট্রাভেল ক্লাব এভিয়েশনের উদ্যোগে হাজ্বীদের মিলনমেলায় সরকারের কাছে পবিত্র হজ্বের খরচ কমানোর দাবী জানিয়েছেন হাজ্বীরা। তারা বলেন, বিগত ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে নজিরবিহীন ও উদ্বেগজনকভাবে পবিত্র হজের খরচ বৃদ্ধি পেয়েছে, এর ফলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এ সময়ে পবিত্র হজ পালন করতে পারেনি।

হজের সিন্ডিকেটসহ এর পেছনের অনেকগুলো কারণ রয়েছে। ট্রাভেল ক্লাব এভিয়েশনের উদ্যোগে নতুন-পুরাতন হাজ্বীদের মিলনমেলা ও ফিরে দেখা হজ্ব ২০২৪ শীর্ষক এক আলোচনা সভা রবিবার (১৩ অক্টোবর) রাতে জমকালো আয়োজনে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ট্রাভেল ক্লাব এভিয়েশনের স্বত্বাধিকারী, মক্কার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী, বিসমিল্লাহ বাজাজ ও নিউ ইলেকট্রনিকস বাজারের মালিক আবু সাঈদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুফতি আবদুল হান্নান,স্কাই হলিডেস ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা মোস্তাফিজুর রহমান, ড. মাওলানা আমিনুল এহসান,ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, মোতয়াল্লী মাওলানা কপিল উদ্দিন, সিনিয়র মুফতি মাওলানা শোয়াইব, মুহাদ্দিস মাওলানা মুফতি জাবের, জিনারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মৌলভী সামছুল করিম,ছাগলনাইয়া উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতা উল্লাহ সিফাত,শহীদ জিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু আহমেদ, মাওলানা আবদুল হান্নান আজহারী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে হাজ্বী সাহেবরা ট্রাভেল ক্লাব এভিয়েশনের সেবার ভূয়সী প্রশংসা করেন।

এবিএম নিজাম, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ