স্পোর্টস ডেস্ক: আগামী ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরটি নতুন আঙ্গিকে আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু নতুন আইডিয়া প্রয়োগ করা হবে।
প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর ২০২৪ যেখানে অংশ নেবে সাতটি দল—ঢাকা ক্যাপিট্যালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ও রংপুর রাইডার্স।
বিদেশি খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
বিএনএনিউজ২৪,এসজিএন/ হাসনা