চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) এর ১৮ তম দিবসের আলোচনায় বক্তারা বলেন
সমাজে কিছু মুসলমান রয়েছে যারা নামে ইসলামকে ব্যবহার করে কিন্তু কাজে নয়।
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ প্রকাশ,শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) এর ১৮তম দিবসের অনুষ্ঠান ১৪ অক্টোবর ২০২৩ শনিবার চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ সীরত ময়দানে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অধিবেশনে লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা শওকত উল্লাহ ফারুকী, আল্লামা ফজলুল্লাহ (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাওলানা আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়া’র মুহতামিম আলহাজ্ব মুফতি মাওলানা মুহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কবির, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ। দরসে হাদীস চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হাফেজ কামাল উদ্দিন।
“কোরআন মজীদ তেলাওয়াতের ফজিলত ও আদাবসমূহ” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রবিউল হাসান, “মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হকসমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন, “পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জা সম্পর্কে ইসলামের নির্দেশনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, আলোচনা করেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক আলহাজ্ব ড. মাওলানা ঈসা শাহেদী, “মুনাফিকের আলামাত, ইসলামের সাধনে তাদের অপতৎপরতার স্বরূপ উন্মোচন” বিষয়ে আলোচনা করেন তাহরিকে খতমে নবুয়্যত’র প্রচার সম্পাদক মাওলানা এনামুল হক আযাদী, “বিদায় হজ্বে প্রদত্ত রসূল (সা.) এর ভাষণের বিস্তারিত বিবরণ” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া আলিয়া এম.ইউ.ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম, আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ শাহে আলম।
বক্তারা বলেন আমাদের সমাজে কিছু মুসলমান রয়েছে যারা নামে ইসলামকে ব্যবহার করে কিন্তু কাজে নয়। হজরত নবীকরিম (স.) এর আমলেও এ ধরনের মুসলমান ছিল। তাদের কারণে তখনো মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছিল। স্বভাব চারটি হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় সে তাতে খিয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন কোনো ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন কারো সাথে ঝগড়া করে গালাগালি করে’আমানতের খিয়ানতে ইহ ও পরকালীন অকল্যাণ, কারো কাছে কোনো অর্থসম্পদ গচ্ছিত রাখার নাম আমানত। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং এর প্রকৃত মালিক চাওয়া মাত্র তা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন, তিনি আমানতদার।
কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাহেদুল হক, হাফেজ মাওলানা ক্বারী মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ মোবারক, মাওলানা ক্বারী আবু সালেহ আনোয়ারী, মুহাম্মদ সাইফুল ইসলাম। না’আতে রসূল (স.) পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন, মাওলানা সাইফুদ্দীন, তাহফিজ আহমদ আহয়াৎ, আবদুল আহাদ, শেখ মুহাম্মদ সোলতান রাফী, আল আকিব মুহাম্মদ নাজমুস সাকিব, শাহজাদ হোছাইন আইয়ান, মাওলানা আবু হুরায়রা মুহাম্মদ শাকিল, ওয়াজহাতুল্লাহ ফারুকী যাকী।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব ইসমাইল মানিক, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা আনোয়ার উল্লাহ সুজাত, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী ইতমাম, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমূখ।
বিএনএনিউজ২৪,জিএন