25 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে চিত্রকৃৎ এর ব্যতিক্রমী সদস্য সংগ্রহ সম্পন্ন

নোবিপ্রবিতে চিত্রকৃৎ এর ব্যতিক্রমী সদস্য সংগ্রহ সম্পন্ন


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তাহব্যাপী আনন্দ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চিত্রকৃৎ এর সদস্য সংগ্রহ ২.০ এর প্রাথমিক পর্যায়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই সংগঠনটির সদস্য সংগ্রহ কার্যক্রম চলেছে।

নোবিপ্রবির শান্তিনিকেতন এলাকায় বুথ বসিয়ে চিত্রকৃৎ এর সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হয়। বুথে ছিলো আঁকার জন্য ক্যানভাস। শিক্ষার্থীরা সদস্য ফর্ম নিতে এসে নিজেদের পছন্দমত ক্যানভাসে ছবি এঁকে তা রাঙানোর সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের প্রচুর সমাগমে মুখরিত ছিলো শান্তিনিকেতনে চিত্রকৃৎ এর বুথ প্রাঙ্গণ। এছাড়া প্রতিদিন ফর্ম পূরণকারী একজন সৌভাগ্যবানের জন্য ছিলো পুরস্কার।

এছাড়াও এই সদস্য সংগ্রহের বড় আকর্ষণ ছিলো “নবরঙ” কর্মশালা। এটি ছিল একটি উন্মুক্ত কর্মশালা যেখানে উৎসব মুখর পরিবেশে একঝাঁক নবীন উৎসাহী শিক্ষার্থীদের আর্ট নিয়ে হাতেকলমে শিখানো হয়েছে। এই কর্মশালায় গ্রাফিতি, স্ক্যাচের বেসিক ধারণা, কালারের ধারণা ইত্যাদি বিষয় নিয়ে ওয়ার্কশপে কাজ করা হয়। নবরঙে উপস্থিত ছিলেন চিত্রকৃৎ এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশাহ মিয়া।

চিত্রকৃৎ এর প্রেসিডেন্ট ঐশ্বরিয়া চৌধুরী ঈশান জানান, “মূলত আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের এই ধারণা থেকে বের করতে চাই যে, চিত্রকৃৎ এ আসতে হলে আর্ট জানতে হবে এমন টা নয়, আমরা আরো বিভিন্ন বিষয়ের দক্ষ মানুষ নিয়ে কাজ করি, যারা আর্ট এ আগ্রহী তারা আসুক, দেখুক, জানুক, শিখুক। সবার মধ্যে একটা শিল্প চেতনার জাগরণ হোক। অদূর ভবিষ্যতে ও চিত্রকৃৎ এমন আরও চিত্রশিল্প বিষয়ক কর্মশালা আয়োজন করব, যেখানে আমরা চিত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, দিকনির্দেশনা দিব। আর আমাদের সদস্য সংগ্রহের পরবর্তী কার্যক্রম শীঘ্রই জানিয়ে দেয়া হবে।”

উল্লেখ্য, চিত্রকৃৎ বিশ্ববিদ্যালয়ের একমাত্র আঁকাআঁকির সংগঠন। এটি ড্র‍য়িং ছাড়াও ক্যাম্পাসের নানান দক্ষতার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ