15 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৩

ময়মনসিংহে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৩

ময়মনসিংহে ১৬ লক্ষ টাকা ডাকাতি, গ্রেফতার ৩

বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ির ষোল লাখ টাকা ডাকাতির মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ লুণ্ঠিত ৪ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান। শুক্রবার রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোস্তফা মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৯), রাজবাড়ী বালিয়াকান্দির মোতালেব কাজীর ছেলে লিটন কাজী ওরফে দেলোয়ার কাজী (৪০), গোপালগঞ্জের কোটাখোলা এলাকার আজাদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, রোববার (৮ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট সাদ্দাম হোসেন ভালুকা শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে সিএনজি যোগে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন। পথে ভালুকা-গফরগাঁও সড়কের শান্তিগঞ্জে উৎ পেতে থাকা ডিবি পুলিশের পোশাক পরিহিত ডাকাত দলের ১০ সদস্য পথরোধ করে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। সাদ্দাম হোসেনের সাথে থাকা ১৬ লাখ টাকা ও ২ টি মোবাইলফোন হাতিয়ে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে হাত ও চোখবেঁধে রাস্তার পাশে ফেলে চলে যায়। এ ঘটনায় ওইদিন সাদ্দাম হোসেন বাদী হয়ে গফরগাঁও থানায় ডাকাতি মামলা করেন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। শুক্রবার রাতে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার এবং লুণ্ঠিত ৪ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা জানায়। ডাকাতির মূলহোতা লিটন কাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির অধিক ডাকাতি ও মাদক মামলা এবং রুবেল মিয়ার বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলা রয়েছে। অবশিষ্ট লুণ্ঠিত টাকা উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানান তিনি।

বিএনএ নিউজ / হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ