29 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » মাজার-দরগায়ে হামলা হলে কঠোর পদক্ষেপ

মাজার-দরগায়ে হামলা হলে কঠোর পদক্ষেপ

মাজার কী? উপ মহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ মোহছেন আউলিয়ার (র.)

ঢাকা : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগাহ ও মাজারে হামলা চালানো দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

শনিবার(১৪ সেপ্টেম্বর, ২০২৪) এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, হামলায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করা হয়েছে।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগাহ এবং মাজারে হামলা করেছে, যা সরকারের নজরে এসেছে। এই বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যেকোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য , ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার কঠোর নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্ম-বিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। সরকারের পক্ষ থেকে সম্প্রীতি বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, “আমরা বাংলাদেশকে এই সৌহার্দপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে।”

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ