15 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » গুইমারায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই

গুইমারায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই

গুইমারায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই

বিএনএ, খাগড়াছড়ি: “মাদক কে না বলুন” এই স্লোগানে গুইমারা থানা পুলিশের পৃথক অভিযানে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুই কেজি গাঁজাসহ ১ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ মাদকদ্রব্য ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দীন ও গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র করের তত্বাবধানে পুলিশ দুই কেজি গাঁজাসহ এমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ঝালকাঠিতে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

গ্রেপ্তার এমরানের বাড়ী পানছড়ি থানার কলোনী পাড়া (মুসলিমপাড়া) এলাকায়। তার পিতার নাম ইদ্দিছ মিয়া।

এছাড়া গুইমারা উপজেলার কালাপানি এলাকার ওয়ারেন্টভুক্ত আসামী মো. ফজলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন, বিএম /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ