20 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ আটক ২

হাটহাজারীতে নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ আটক ২

হাটহাজারীতে নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে চিহ্নিত নৈশ ছিনতাইকারী চক্রের প্রধান শামসুসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) এদের আটক করা হয় ।

আটক মোঃ শামসু (২৪) হাটহাজারির আলীপুরের মোহাম্মদ ইউনুসের সন্তান। তার সহযোগী মোহাম্মদ মাসুদ (২৫) একই এলাকার আলী আহমদের পুত্র।

ফুজিলিতুন নাহার রিপা নামে ভুক্তভোগী জানান, তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা তার ঘর নির্মাণের অনুমতি বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে করে আসছিল। মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর)রাত সাড়ে ১০ টায় ২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে শামসু বাধা দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। পরে বিষয়টি র‌্যাব-৭ এর নজরে আনলে র‌্যাব চাঁদাবাজদের আটক করতে সক্ষম হন।

আটককৃতদের হাটহাজারি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন,তারা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ