বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কর্নেলকে হত্যার ঘটনায় জড়িত কয়েক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইয়েশি মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আইআরজিসির কর্মকর্তা কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি গত মে মাসে তেহরানে নিজ বাসভবনের সামনে বন্দুকধারীদের হামলায় নিহত হন।
সেতাইয়েশি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড অনেক সময় গুপ্তচরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে এসব হত্যাকাণ্ডের নাটের গুরুকে খুঁজে বের করতে কঠোরভাবে তদন্ত কাজ পরিচালনা করতে হয়।
তিনি বলেন, কর্নেল খোদায়ী হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত কয়েকজন হোতাকে চিহ্নিত করা হয়েছে।তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি তিনি।
গত ২২ মে আইআরজিসি’র কুদস ফোর্সের কর্মকর্তা কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়িকে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করে। দু’জন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিরস্ত্র ও বেসামরিক পোশাক পরিহিত কর্নেল খোদায়িকে পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
বিএনএ/ ওজি