26 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ‘গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার সম্ভব’

‘গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার সম্ভব’

asif

বিএনএ ডেস্ক: জুলাই ২০২৪ গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ড. আসিফ নজরুল।

বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী জুলাই হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী হিসেবে বিচারের আহ্বান জানিয়েছে বলে জানান আসিফ নজরুল। বলেন, ‘আমরা সেটা খতিয়ে দেখেছি। আমরা আপনাদের বলতে চাই, ১৯৭৩ সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে যেটা পরে ২০০৯ ও ২০১৩ সালে সংশোধিত হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যার (আগস্ট মাসের প্রথম পাঁচদিন) জন্য দায়ি ব্যক্তিবর্গ যারা আছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিচারের জন্য আমরা ছোটোখাটো গবেষণার মতো করেছি। করে দেখছি, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত এজেন্সি আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা পুনর্গঠন করার চেষ্টা করছি। আর এই ঘটনার তদন্ত আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘ছাত্র আন্দোলনের সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকার মামলা প্রত্যাহার হবে।’

সাংবাদিক রোজিনা ইসলাম ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান আসিফ নজরুল। বলেন, ‘এগুলো আলোচিত ও মিথ্যা মামলা। এমন আরো অনেক মামলা আছে সেগুলোও প্রত্যাহার করা হবে।’

বিচার বিভাগের সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘নতুন করে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় থেকে যেসব সহযোগিতা করতে হয় আমরা তা করেছি।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাঁদের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’

অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ