বিশ্বডেস্ক: চীনের সামরিক বাহিনী দাবি করেছে তাদের হাতে নাকি এনার্জি উইপন টেকনোলজি চলে এসেছে। তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যে চাইলে তারা যতদূর খুশি লেসার বিম ফায়ার করতে পারবে। আর বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্য়মে আগামীদিনের যুদ্ধের ছবিটাই বদলে যাবে।
বিশেষজ্ঞদের দাবি, হাই এনার্জি লেসার বিম ছাড়ার পরে সেখান থেকে প্রবল তাপ উৎপন্ন হতে পারে। কিন্তু চীনের রিসার্চ টিম একটা কুলিং সিস্টেম তৈরি করেছে। এটা লেসার বিম থেকে নির্গত ক্ষতিকারক উষ্ণতাকে বের করে দেবে। এর জেরে এই লেসার যত দূর খুশি যেতে পারবে।
এদিকে আমেরিকাও এই ধরনের লেসার প্রযুক্তিকে উন্নত করার জন্য় চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আমেরিকা তাদের লেসার প্রযুক্তিকে পরীক্ষা করেছিল। সেখানে দেখা গিয়েছে সুপারসোনিক মিসাইলকেও এটি ধ্বংস করতে পারে। কিন্তু এই লেসারের এত বড় আয়তন হয়ে যাচ্ছে যে তা বাতিল করে দেয় আমেরিকা।
চীন তো এখন দাবি করছে, তাদের লেসার বিমের ধ্বংসাত্মক ক্ষমতা আরও বেশি। যতদূর খুশি তারা এই লেসার বিম পাঠাতে পারবে।
গত ৪ আগস্ট আক্টা অপ্টিকা সিনিকা নামে একটা চিনা ভাষার জার্নালে এনিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেখানে বিজ্ঞানী ইউয়ান সেংফু এনিয়ে মন্তব্য করেছিলেন। তবে চিনের এই নয়া দাবি নিয়ে আন্তর্জাতিক মহল খোঁজখবর শুরু করেছে। সূত্র: খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।হিন্দুস্তান টাইমস।
বিএনএ,জিএন