35 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

প্রতীকী

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির গাছের ডাল কাটছিলেন মো. সেলিম নামে এক অটোরিকশা চালক। এমন সময় বৈদ্যুতিক তারে গাছের ডাল পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঞ্চালন লাইন বন্ধ না করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই দীর্ঘক্ষণ ঝুলে ছিল তার মরদেহ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ বলেন, দুপুর ২টার দিকে বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ ফোন ধরেনি। পরে খবর পেয়ে জনপ্রতিনিধিদের জানালে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পল্লী বিদ্যুৎ ও পুলিশকে খবর দিই। পল্লী বিদ্যুৎ অফিস থেকে লাইন বন্ধ করলে রশি দিয়ে তার মরদেহ নিচে নামিয়ে আনা হয়।

তিন সন্তান ও পরিবারের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি প্রশাসনকে ওই অটোরিকশা চালকের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বিএনএনিউজ/ এসএমএনকে, বিএম

Loading


শিরোনাম বিএনএ