বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের কইডাবাজার এলাকায় পুকুরে ডুবে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম ইয়ামিন। সে একই এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাশেম জানান, বাড়ির কাছে পুকুর হওয়ায় মায়ের অগোচরে শিশু ইয়ামিন পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই শিশু পানির উপর ভেসে উঠলে নিহতের চাচাতো ভাই হেলাল দেখতে পায়। শিশুটির বাবা মুজিব মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জামাল হোছেন জানান, পুকুরের পানিতে ডুবে শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার।
বিএনএনিউজ/শাহিন/এইচ.এম/ হাসনাহেনা