28.2 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফের অর্ধশত রুটে আসে ইয়াবা!- পর্ব- ৩

টেকনাফের অর্ধশত রুটে আসে ইয়াবা!- পর্ব- ৩

বাংলাদেশে ইয়াবা

।।ইয়াসীন হীরা।। এক সময় ইয়াবা ছিল অভিজাতদের মাদক। কিন্ত এখন ধনী গরীব সবাই এ মাদক গ্রহণ করছে। শহর থেকে গ্রাম পর্যায়ে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উঠতি বয়সীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ইয়াবা। দেশে সর্বনাশা ইয়াবা গ্রহণকারির সংখ্যা কত? এর সঠিক পরিসংখ্যান নেই সরকারি-বেসরকারি পর্যায়ে!

তবে মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) এর তথ্য অনুযায়ী বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা এখন ৭৫-৮০ লাখ। বছর দুইয়েক আগে যেটা ৭০ লাখের নিচে ছিলো। মাদকাসক্তদের ৯০ ভাগের বয়সই ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের বেশিরভাগ ইয়াবা আশক্ত। ফলে ইয়াবার বড় বাজারে পরিণত হয় বাংলাদেশ৷

টেকনাফের অর্ধশত রুটে আসে ইয়াবা!
টেকনাফের অর্ধশত রুটে আসে ইয়াবা!

মিয়ানমারের ইয়াবা ব্যবসায়িদের প্রথম পছন্দের বাজার ছিল থাইল্যান্ড। কিন্তু গত দুইযুগ ধরে বাংলাদেশ থাইল্যান্ডেকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে! নাফ নদী কিংবা বঙ্গোপসাগর পেরিয়ে অর্ধ শতাধিক রুটে ইয়াবা আসছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে আবিস্কার করা হচ্ছে নতুন নতুন রুট।

মিয়ানমারের রাখাইন(আরাকান) প্রদেশের সাবাইগন, তামব্রু, মংডু হয়ে টেকনাফের সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, ধুমধুমিয়া, কক্সবাজার হাইওয়ে, উখিয়া, কাটাপাহাড়, বালুখালি, বান্দরবানের গুনদুম, নাইক্ষ্যংছড়ি, দমদমিয়া, জেলেপাড়ার মতো অর্ধশত স্পট দিয়ে ইয়াবা ঢুকছে বাংলাদেশে৷ কক্সবাজার, টেকনাফ সংলগ্ন উপকূলবর্তী সমুদ্রে প্রায় ৩ লাখেরও বেশি ছোট-বড় নৌযান চলাচল করে৷ এসব নৌযানের বেশিরভাগ ইয়াবা পরিবহণ করে থাকে বলে অভিযোগ রয়েছে।

অর্ধশত রুটে আসে ইয়াবা!
অর্ধশত রুটে আসে ইয়াবা!

মাছ ধরার ভান করে নৌকা গুলো সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব পাশে মিয়ানমারের জলসীমার কাছে ছেঁড়াদিয়ার দক্ষিণ-পূর্ব দিক, মৌলভি শিল, নাইক্ষ্যংডিয়ায় গিয়ে অবস্থান করে। সুযোগ বুঝে ইয়াবা নিয়ে নির্ধারিত গন্তব্যে নিয়ে আসে।

টেকনাফের যেসব পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আসছে সেসব গুলো হচ্ছে- শাহপরীর দ্বীপে ঘোলার চর, জালিয়াপাড়া, পশ্চিমপাড়া, ভাঙ্গারমুখ, সাবরাংয়ের খুরের মুখ, নয়াপাড়া, আছারবনিয়া, মগপাড়া, আলুগোলার তোড়া, সিকদার পাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, নাইট্যংপাড়া, রাশিয়ান ফিশারি, তুলাতলী ঘাট, মহেশখালীপাড়া, লম্বরী ঘাট, হাবিরছড়া, রাজারছড়া, পৌরসভার কায়ুকখালীপাড়া, কেরুনতলী, হাঙ্গার ডেইল, ট্রানজিট জেটি, হ্নীলার দমদমিয়া, দক্ষিণ জাদিমোরা ওমর খাল, জাদির তলা, ব্রিটিশপাড়া, জাইল্যাঘাট, নয়াপাড়া, মোচনী, পূর্ব লেদা, বৃহত্তর আলীখালী, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া-জালিয়াপাড়া, জেলেপাড়া, পূর্ব ফুলের ডেইল, সুলিশপাড়া, হোয়াব্রাং, মৌলভী বাজার, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, নয়াবাজার, মিনাবাজার-ঝিমংখালী, নয়াপাড়া, কাঞ্জরপাড়া, কুতুবদিয়াপাড়া, ঊনছিপ্রাং, লম্বাবিল, হোয়াইক্যং পূর্বপাড়া, কোনারপাড়া উল্লেখযোগ্য।

টেকনাফের অর্ধশত রুটে আসে ইয়াবা!
টেকনাফে নৌ রুটে ইয়াবা তল্লাশি করছে র‍্যাব

এছাড়া উখিয়ার বালুখালী, পালংখালী, খারাইগ্যাঘোনা, ঊলুবনিয়া কাটাখালী, বান্দরবানের ঘুনধুম, চাকঢালাসহ বেশ কয়েকটি স্থলপথ দিয়ে ইয়াবা আসে।

পড়ুন আগের পর্ব :

মডেল-নায়িকা-শিল্পী ও শিক্ষার্থীরা কেন সেবন করে ইয়াবা? পর্ব-২

‘ইয়াবা’ কেন জনপ্রিয় মাদক? পর্ব-১

bnanews24এসজিএন

Loading


শিরোনাম বিএনএ