29 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরু

আনোয়ারায় সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরু

আনোয়ারায় সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরু

বিএনএ, চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় প্রবাসীদের অনিশ্চয়তার মধ্যে থাকার পর শুরু হয়েছে সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ দেওয়া। দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হওয়ায় প্রবাসীদের মধ্যে কেটেছে প্রবাসযাত্রার শঙ্কা।শনিবার (১৪ আগস্ট) থেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার কার্যক্রম শুরু হয়।

হাসপাতাল সূত্র জানায়,  প্রতিদিন ৩০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে, যারা এসএমএস পেয়েছে শুধু তারাই নির্দিষ্ট তারিখে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে । এই পর্যন্ত ১৯ হাজার ৮০০ জনকে সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মাদ সাইফুদ্দীন বলেন, সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। এই টিকা প্রদানে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপাদত প্রথম ডোজ বন্ধ রয়েছে। টিকা পর্যাপ্ত হলে প্রথম ডোজের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিএনএনিউজ/নাবিদ,মনির

Loading


শিরোনাম বিএনএ