17 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে পাওয়া গেল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ

কর্ণফুলীতে পাওয়া গেল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ

কর্ণফুলীতে পাওয়া গেল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ-ছবি সংগৃহিত

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৫০) মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাজ্জাদ হোসেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নদীর বাংলাবাজার ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। ওই ঘটনায় তখনই ১০ জনকে জীবিত ও লায়লা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাজ্জাদ নিখোঁজ ছিলেন। শনিবার ভোররাতে নিখোঁজের স্থানে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে ফোন দেন। পরে সদরঘাট নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।

সদরঘাট নৌ–পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ আজ শনিবার সকালে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ