বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) সকালে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। মাদকের কারণে অনেকে ভুল পথে ধাবিত হন। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে সর্বস্তরে মাদকের কুফল ও অবৈধ পাচার বিরোধী জনসচেতনতা তৈরী করতে হবে।
আলোচনা সভা শেষে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপস্থাপক মো. তারেক আহম্মেদের সঞ্চালনায় জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/ হাসনা