17 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বেঞ্চের শক্তি পরীক্ষায় বসতে চান তামিম

বেঞ্চের শক্তি পরীক্ষায় বসতে চান তামিম

ইপিএল খেলতে নেপাল গেলেন তামিম

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর প্রথম ওয়ানডেতে জিতে স্বস্তি ফেরে দলে। বুধবার (১৩ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ। এই নিয়ে টানা ১০ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে জয় টাইগারদের।

সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে একই ভেন্যু গায়ানায় আগামী ১৬ জুলাই। আর ঐ ম্যাচেই নিজেদের বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চান অধিনায়ক তামিম ইকবাল। প্রয়োজনে নিজের বসতেও নেই আপত্তি।

সিরিজ জয় নিশ্চিতের পর তামিম বলছিলেন, আমার কাছে মনে হয় এখন আমাদের সময় এসেছে যে বেঞ্চের শক্তি দেখার জন্য। যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না কিন্তু এখন, এরকম একটা সিরিজে আপনি ২-০ তে জিতে যান, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এটার জন্য যদি আমাকেও দুই-এক ম্যাচ মিস করতে হয় তবু ঠিক আছে।

২-০ তে সিরিজ জিতে নেয়া বাংলাদেশ, তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে আগামী ১৬ জুলাই। আর এ ম্যাচের মধ্য দিয়েই সমাপ্ত হবে ১ মাসের দীর্ঘ ক্যারিবীয় সফরের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ