বিএনএ ডেস্ক: ডলারের বিপরীতে পতন অব্যহত আছে। আরও ৩০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৯২ টাকা ৮০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ জুন) এ দর নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯২ টাকা ৮০ পয়সা। সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার প্রতি ডলার বিক্রি করেছে ৯২ টাকা ৫০ পয়সায়। গত মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে মাসের ব্যবধানে টাকার মান কমলো ৬ টাকা ৩৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, মঙ্গলবার বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার ৯২ টাকা ৮০ পয়সা দরে ৬ কোটি ৪০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। ডলার বিক্রির কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় (রিজার্ভ) ৪১ দশমিক ৪৪ বিলিয়নে নেমে এসেছে।
বিভিন্ন ব্যাংক ও কার্ব মার্কেটে খোঁজ নিয়ে জানা যায়, আজ ব্যাংকগুলো আমদানি বিলের জন্য নিচ্ছে ৯৩ থেকে ৯৫ টাকা, নগদ ডলার বিক্রি করছে ৯৬ থেকে ৯৭ টাকা আর ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলার বিক্রি হয় ৯৭ থেকে ৯৮ টাকা।
বিএনএ/ এ আর