18 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বন্ধ চুয়েট; হল খালি করার নির্দেশ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বন্ধ চুয়েট; হল খালি করার নির্দেশ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বন্ধ চুয়েট; ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

বিএনএ ডেস্ক: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদের বিকেল ৫টার মধ্যে এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (১৪ জুন) চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে আগামী ২১জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে। আগামী ২২ জুন থেকে সব রুটিন অনুসারে চলবে। এছাড়া আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলমের সভাপতিত্বে চুয়েটের সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ