বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক রোগী শনাক্ত হয়েছেন। সোমবার ( ১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাসে ব্যক্তি ২৮ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি। তখন তার মাথাব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল। পরে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
ডা. ফরহাদ আরও জানান, গত পরশু ওই ব্যক্তির নাকে অপারেশন করি। নমুনা নিয়ে ফাঙ্গাস পরীক্ষার জন্য বারডেম হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটা পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বর্তমানে তাকে ক্যাবিনে রেখে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এক সপ্তাহ আগে খুলনা থেকে ঢামেকে আসেন ওই রোগী। নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার আরাফাত সৌরভ তার অপারেশনটি সম্পন্ন করেন। অপারেশনের আগে ওই রোগীর শ্বাসকষ্ট ছিল। এখন তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আমাদের বিশ্বাস।
বিএনএনিউজ/জেবি