বিএনএ, ঢাকা : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।
শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় ঈদ জামাত শেষে তিনি এসব কথা বলেন।
শবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ঈদের দিন প্রর্থনা করি, বাংলাদেশসহ সারাবিশ্ব ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাক।
হাজারো মুসল্লির উপস্থিতিতে আমিন আমিন ধ্বনিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রথম জামাত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমে সিনিয়র ইমাম মুফতি মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী। সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করেন ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
বিএনএনিউজ/জেবি