14 C
আবহাওয়া
৮:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতার চেতনাবিরোধীরাই পহেলা বৈশাখ উদযাপন করে না: কাদের

স্বাধীনতার চেতনাবিরোধীরাই পহেলা বৈশাখ উদযাপন করে না: কাদের


বিএনএ ডেস্ক: মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরাই বাংলা নববর্ষ উদযাপন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে। অশুভ শক্তির উৎপাটন করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে। কে পালন করল, কে করল না – তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।’

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষেই শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শোভাযাত্রা। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ