22 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রমজানে ইয়েমেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘের আহ্বান

রমজানে ইয়েমেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘের আহ্বান

রমজান মাস উপলক্ষে ইয়েমেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘের আহ্বান

বিএনএ, বিশ্ব ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ইয়েমেনে স্থায়ী এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বার্তায় যুদ্ধরত দলগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। বুধবার (১৪ এপ্রিল) খবরটি প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মার্টিন গ্রিফিথস বলেন, দ্ধরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন বন্দুকের গোলাগুলি থামায় এবং ইয়েমেনিদের নিরাপত্তা ও মর্যাদার সাথে পবিত্র রমজান মাসটি পালনে সহায়তা করে।

এই পবিত্র এবং সহমর্মী মাসটি সকলের জন্য একত্রিত হওয়ার, যারা কষ্টে আছেন তাদের বিষয়ে চিন্তাভাবনা করার এবং সকল পার্থক্য দূর করার সুযোগ প্রদান করবে বলে আশা করেন তিনি।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশে ছাড়িয়ে পরে। এরপর থেকেই ইয়েমেনে সহিংসতা ও বিশৃঙ্খলা ব্যাপক আকারে দেখা দেয়। পরের বছর ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সেখানে হামলা চালায়। তখন থেকেই মূল সংকট শুরু হয়।

জাতিসংঘের তথ্যানুসারে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে এখন অবধি প্রায় ২৩ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। আরও লক্ষ লক্ষ মানুষ অনাহারে ও কষ্টে মানবেতর জীবনযাপন করছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ