21 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সস্ত্রীক যুবলীগ চেয়ারম্যান করোনার দ্বিতীয় ডোজ নিলেন

সস্ত্রীক যুবলীগ চেয়ারম্যান করোনার দ্বিতীয় ডোজ নিলেন


বিএনএ, ঢাকা:করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী।

মঙ্গলবার (১৩ এপ্রিল) মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সস্ত্রীক করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর যুবলীগ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেওয়া আবশ্যকতা রয়েছে। টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে টিকা নিলেই শুধু হবে না, আমাদের অবশ্যই মাস্ক পরিধান করা অব্যাহত রাখতে হবে।

পরশ বলেন, যুবলীগ গত বছর থেকে এখন পর্যন্ত করোনা মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, ইতিমধ্যে ৪৫ লাখ অসহায়কে খাদ্য সহায়তা করা হয়েছে, করোনা-আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে, তাদের দাফন-কর্ম সম্পাদন করা, এই সংকটে কৃষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যুবলীগ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যুবলীগ মানুষের পাশে আছে, আরও সুদৃঢ়ভাবে যুবলীগ মানুষের পাশে থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী নাহিদ সুলতানা যুথী ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

Loading


শিরোনাম বিএনএ