15 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার বাড়ি রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায়। কাজের সূত্রে সিটি করপোরেশন নতুন মহল্লার একটি বাসায় বসবাস করতেন তিনি।

দুর্ঘটনার পর ৬টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী। ফলে রাস্তার দুপাশে সৃষ্ট হয় দীর্ঘ যানজটের। পরে সিটি করপোরেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা ঝুঁকি ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ চালিয়ে যান। পরে ডিএনসিসি কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে ডিএনসিসি ও পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে আসেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান জানায়, ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-চ-১১-৪৭৫৫) জব্দ করে চালক মো. নাজমুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ