বিএনএ, মিরসরাই: মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১৩ শীর্ষ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে চট্টগ্রামের দায়রা জজ আদালত। নগরের কোতোয়ালি থানা এলাকায় মিরসরাই থানা পুলিশের গাড়িতে হামলার অভিযোগে হাইকোর্টের জামিনে ছিলেন তারা। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রামের দায়রা জজের একটি বিচারিক আদালত হাইকোর্টের জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দীন, বারৈয়াহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দীন লিটন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, মিরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ, উত্তর জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ, হিংঙ্গুলী ইউনিয়নের কাজী সালেহ আহম্মদ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৩ নং যুগ্ন সম্পাদক নুরুল আমিন। তিনি জানান, চলতি বছর জানুয়ারী মাসে চট্টগ্রামে বিএনপির সুশৃঙ্খল বিভাগীয় সমাবেশ চলাকালীন পুলিশ বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর চড়াও হয়, মারমুখি আচরণ করে ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গাড়িতে কোন নেতাকর্মী কোন প্রকার হামলা করে নাই। এসব আজগুবি মামলা আর অপ রাজনীতির অংশ। আমরা জাতীয়তাবাদি দল বিএনপির পক্ষ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি করছি।
বিএনএ/ আশরাফ উদ্দিন, বিএম