21 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড

শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড


বিএনএ ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জস বাটলার। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হয়।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডে শেষে পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন শেষ ম্যাচও জিততে চান। তবে সিরিজ জয়ের পর্ব শেষে বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, তা হল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এটাই আবার ইংলিশদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ এ পর্যন্ত ১০টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যার তিনটি সিরিজ ছিল এক ম্যাচের। ২টি দুই ম্যাচের, ৩টি তিন ম্যাচের বাকি ২টি সিরিজ ছিল ৫ ম্যাচের।

বাংলাদেশ দল:

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক) , তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড দল: ফিল সল্ট, দাউদ মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

বিএনএ/ ওজি/এ আর

Loading


শিরোনাম বিএনএ