28 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » টিকটকে খোলামেলা ঢাকাই সিনেমার সেই নায়িকা ববি

টিকটকে খোলামেলা ঢাকাই সিনেমার সেই নায়িকা ববি

টিকটকে খোলামেলা ঢাকাই সিনেমার সেই নায়িকা ববি

বিএনএ ডেস্ক, ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববি। অভিনয় করেছেন শাকিব খানের মতো তারকাদের সঙ্গে। তার লাস্যময়ী রূপে ভক্তদের সংখ্যাও কম নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মেই নিজেদের ভক্তদের কাছে হট ছবি নিয়ে উপস্থাপন করেন নায়িকারা। তেমনই একটি প্ল্যাটফর্ম টিকটক। সেখানেই নিজের রূপ ও শরীরের আবেদন ছড়িয়ে মাতিয়ে যাচ্ছেন ববি।

ববির টিকটক অ্যাকাউন্টে ৩ লাখ ১৭ হাজারের বেশি অনুসারী রয়েছে। তার শেয়ার করা ভিডিও গুলোর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। বোঝাই যাচ্ছে, ভক্তরা তার টিকটকে মজে আছেন। একটি ভিডিওতে বেশ খোলামেলা রূপে নেচেছেন নায়িকা ববি। তার পরনে ছিল কেবল একটি গোলাপি রঙের ব্লাউজ ও নীল রঙের পেটিকোট। চোখে লাগিয়েছেন সানগ্লাস। এমন আবেদনময়ী রূপেই কোমর দুলিয়েছেন। যার ফলে হাজার হাজার ভক্ত হুমড়ি খেয়ে পড়ছে তার ভিডিওতে। কখনো স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরে, কখনো টপস পরে, কখনো আবার ঝলমলে গাউনে ছড়িয়ে দেন রূপের মোহ।

সিনেমা নিয়েও সম্প্রতি ব্যস্ত হয়েছেন ববি। যুক্ত হয়েছেন একাধিক প্রজেক্টে। সৈকত নাসিরের পরিচালনায় কাজ করছেন ‘পাপ’ নামের একটি সিনেমায়। যেখানে তার নায়ক রোশান।

বিএনএ/রিপন রহমান খান

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ