17 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » তোরেসের জোড়া গোলে বার্সার জয়

তোরেসের জোড়া গোলে বার্সার জয়

তোরেস

বিএনএ স্পোর্টস ডেস্ক: ফেরান তোরেসের জোড়া গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখার পথে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে জাভির দল। সেই সঙ্গে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৬১ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ওসাসুনা।

বিরতিতে যাওয়ার আগেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। ১৪তম মিনিটে স্পট-কিক থেকে দলকে এগিয়ে দেন তোরেস। গাবি ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি পায় কাতালান জায়ান্টরা। এর ৭ মিনিট পর ওসমানে দেম্বেলের ডিফেন্স চেরা পাসে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। ৬ মিনিট পর দেম্বেলের আরেকটি অ্যাসিস্টে জাল খুঁজে নেন পিয়েরে-এমেরিক অউবামেয়াং। ৭৫তম মিনিটে বার্সার শেষ গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা রিকি পুইগ।

এই নিয়ে লিগে ষষ্ঠ ম্যাচে পঞ্চম গোল পেলেন অউবামেয়াং। ২১ শতকে বার্সার হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দ্রুত সময়ে পাঁচ গোলের দেখা পেলেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড। ২০০৪ সালে স্যামুয়েল ইতো ও ২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচ এই রেকর্ডটি গড়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ