28 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানকে ৯ রানে হারালো বাংলাদেশ

পাকিস্তানকে ৯ রানে হারালো বাংলাদেশ

বাংলাদেশ বনাম পাকিস্তান

বিএনএ স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের আইসিসি নারী বিশ্বকাপে(ICC Women’s Cricket World Cup 2022) পাকিস্তানকে ৯ রানে হারালো বাংলাদেশ। প্রথমে ফারজানা হকের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ ২৩৫ রানের টার্গেট দেয় পাকিস্তানকে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফারজানা। জয়ের লক্ষে খেলতে নেমে পাকিস্তান নারী দল ৫০ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২৫রান সংগ্রহ করে। যদিও পাকিস্তানের সিদরা আমিন ১৪০ বলে ১০৪ রান করতে সমর্থ হন।

এর আগে সোমবার (১৪ মার্চ) সকালে হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

শূন্য রানে পর পর পাকিস্তানের তিন উইকেটের পতন

বাংলাদেশের পক্ষে ফারজানা হক ১১৫ বলে ৭১ রান, নিগার সুলতানা মাত্র ৬৪ বলে ৪৬ রান, শারমিন আক্তার ৫৫ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের রুমানা আহমেদ ২৯ রান দিয়ে ২ উইকেট, ফাহিমা খাতুন ৩৮ রান দিয়ে ৩ উইকেট, সালমা ও জাহানারা একটি করে উইকেট পান।

পাকিস্তানের পক্ষে সিদরা আমিন ১৪০ বলে ১০৪ রান, নাহিদা খান ৬৭ বলে ৪৩ রান, বিসমাহ মারুফ ৪৮ বলে ৩১ রান, ওমাইমা সোহাইল ১১ বলে ১০রান করেন। শূণ্যরানে পাকিস্তানের পর পর তিন ব্যাটসওমেন আউট হন। তারা হলেন নিধা ধর, আলিয়া রিয়াজ, ও ফাতিমা সানা। বাংলাদেশের ফাহিমা খাতুনের পর পর দু বলে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা আউট হন।নিধা ধর আউট হন বাংলাদেশের রুমানা আহমেদের বলে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৩৪/৭ (৫০ ওভার)

পাকিস্তান : ২২৫/৯(৫০ওভার)

এর আগে, তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি পাকিস্তান, হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে। পক্ষান্তরে, বাংলাদেশ এক ম্যাচ কম খেলেছে। তারা হেরেছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের কাছে। আজকে যে দল জিতবে তাদের গ্রুপ পর্বে শীর্ষ চারে থেকে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বেঁচে থাকবে।

খেলার ফলাফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

 

বিএনএনিউজ২৪/ এমএইচ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ