23 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » দুই যুবকের পেটে ৭ হাজার ৯৯০ পিচ ইয়াবা

দুই যুবকের পেটে ৭ হাজার ৯৯০ পিচ ইয়াবা

দুই যুবকের পেটে ৭ হাজার ৯৯০ পিচ ইয়াবা

বিএনএ, ঢাকা :  পেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ৭ হাজার ৯৯০ পিচ ইয়াবাসহ  দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।শনিবার(১৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন মো. সফিকুল আলম (৩২) , মো. শাহজাহান মিয়া (২১)

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন বলেন, আটক দুইজন  কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩২) শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  তারা অভ্যন্তরীণ বিমানবন্দরের বহির্গমনের পার্কিং এলাকার পাবলিক টয়লেটের সামনে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে প্রায় ১২ ঘণ্টা পর তাদের পেট থেকে ১৬০ প্যাকেট ইয়াবা বের করে আনা হয়। তাদের পেটে মোট ইয়াবা ছিল ৭ হাজার ৯৯০ পিচ, যার বাজারমূল্য ৪০ লাখ টাকা।

এ ঘটনায় রোববার বিকেল ৫টায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলাতে বলে জানা গেছে।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ