15 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » পাঁচজন এমপি পেল রাউজান!

পাঁচজন এমপি পেল রাউজান!

পাঁচজন এমপি পেল রাউজান!

।। বাবর মুনাফ ।।

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানের একটি গ্রাম থেকে তিনজন এমপি নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রত্যেকেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নির্বাচিত এই তিন এমপি হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে মহিউদ্দীন বাচ্চু।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন শামীমা হারুন লুবনা এবং দিলারা ইউসুফ। তারা দুইজনও রাউজানের বাসিন্দা।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্সে আলী চৌধুরী বাড়ি। তিনি এবার ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনের এমপি, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের গ্রামের বাড়িও একই ওয়ার্ডের গহিরার বক্সে আলী চৌধুরীর বাড়ি। তিনি এবার ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনের এমপি মহিউদ্দীন বাচ্চুর গ্রামের বাড়ি একই ওয়ার্ডের একই গ্রামের রকিব উদ্দিন মুন্সির বাড়ি। তিনি ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত জয় লাভ করেন। তিনি রেলওয়ে কর্মকর্তা বি.কম হারুনের ছেলে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া শামীমা হারুন লুবনার গ্রামের বাড়ি রাউজানের চিকদাইর ইউনিয়নের উত্তর সর্তায়। তিনি আওয়ামী লীগের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তিনি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই সন্তানের জননী শামীমা হারুন লুবনার স্বামী স্থপতি সোহেল মোহাম্মদ শাকুর।

দিলারা ইউসুফের গ্রামের বাড়ি নোয়াজিশপুর এলাকায়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।  রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন তিনি। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক।

আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে তাঁরা দুইজন মনোনয়নপত্র জমা দিবেন।

তিন সংসদ সদস্যের পৈতৃক ভিটা রাউজানের একই ওয়ার্ডে এবং লুবনা ও দিলারার বাড়িও একই উপজেলায় হওয়ায় এই এলাকার মানুষদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এটা তারা গর্বের বিষয় মনে করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসীরা।

এদিকে, রাউজানের আরেক বাসিন্দা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরীর মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদা এম. রশীদ চৌধুরী বিগত একাদশ জাতীয় সংসদের (ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার) সংরক্ষিত আসনের এমপি ছিলেন।

বিএনএনিউজ টুয়েন্টি ফোর

Loading


শিরোনাম বিএনএ