22 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে ভ্যালেন্টাইন পিঠা উৎসব

কুবিতে ভ্যালেন্টাইন পিঠা উৎসব

কুবিতে ভ্যালেন্টাইন পিঠা উৎসব

বিএনএ, কুবি: ‘পেটে খেলে পিটে সয়’ কিংবা ‘রসনায় বৈচিত্র্য আসুক পিঠের সুবাসে, পিঠের স্বাদে এসো উৎসবে একসাথে’ এ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী সংগঠন ‘একাউন্টিং কালচারাল এন্ড হ্যারিটেজ ক্লাব’র উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসবের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে উল্লেখ্যযোগ্য পিঠার মধ্যে ছিল শামুক পিঠা, নকশা পিঠা, সাঝ পিঠা, পুলি পিঠা, পাকন পিঠা, মালেকা ঝুলেকা। তবে ভ্যালেন্টাইন স্পেশালে বিশেষ আকর্ষণ ছিল ডিমের তৈরি লাভ আকৃতির ‘ভ্যালেন্টাইন পিঠা’।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘আজকে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। আমাদের একাউন্টিং ডিপার্টমেন্টের যে ক্লাব আছে তারই একটা শাখা হচ্ছে কালচারাল এন্ড হ্যারিটেজ ক্লাব। পিঠা উৎসব আয়োজনের মূল কারণ বাঙালির যে ঐতিহ্য আছে, যে সংস্কৃতি আছে তার সাথে সবাইকে আবার পুনরায় পরিচয় করিয়ে দেওয়ার। মূলত পুরনো ঐতিহ্যের মেলবন্ধন সৃষ্টির জন্যই আমাদের এই আয়োজন।’

পিঠা উৎসবের আয়োজক হাবিবুর রহমান রিফাত বলেন, ‘করোনার কারণে দীর্ঘ তিন বছর এই উৎসব বন্ধ ছিল। নতুন ক্লাব কমিটিতে আমরা ১৫তম ও ১৬তম ব্যাচের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করি এবং সার্বিক তত্ত্বাবধানে ক্লাব নির্দেশনা দিয়ে আসছে। পিঠার পাশাপাশি এখানে রসমালাই, নুডলস, ফালুদাসহ বিভিন্ন আইটেম রাখা হয়েছে।’

বিএনএ/ হাবিবুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট