22 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ছোট পর্দায় ভালোবাসা দিবসের আয়োজন

ছোট পর্দায় ভালোবাসা দিবসের আয়োজন

নাটক

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস মানে, ভালোবাসার নাটক। টেলিভিশন চ্যানেল থেকে ইউটিউব—সবখানে থাকে ভালোবাসাকেন্দ্রিক নাটকের সমারোহ। সেসব নাটকে অভিনয় করেন হাতে গোনা কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। দর্শক চাহিদা থাকায় একাধিক নাটকে তাদের নিয়ে কাজ করেন পরিচালকরা।

মেহজাবীন চৌধুরী : মেহজাবীনকে বলা হয় ‘হিট’ অভিনেত্রী। তার নাটক মানেই আকাশছোঁয়া জনপ্রিয়তা। প্রতি বছরের মতো এ বছরও ভালোবাসা দিবসে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পরিসংখ্যান বলছে, এবার তিনি ১৯টি নাটকে অভিনয় করছেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে নাটকগুলো প্রচারিত হবে।

মেহজাবীন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে—‘মেরুন’, ভুলবশত’, ‘সিন্ধান্ত’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘মাজনু’, ‘ভুলজন্ম’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’, ‘ভুলতে পারিননা, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’, ‘পান সুপারি’, ‘লাভ বাই মিসটেক’,‘রেড বেল রেড’, ‘আয় ফিরে আয়’ , ‘বেষ্ট ফ্রেন্ড ৩’, ‘মধু সিং’, ‘বান্টি বানু’।

তানজিন তিশা : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার ভালোবাসা দিবসে অভিনয় করেছেন ১২টি নাটকে। ইতিমধ্যে ‘পালাই পালাই’ ও ‘মাতাল হাওয়া’ নাটক দুটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। বাকি নাটকগুলো বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রকাশিত হবে।

তিশা অভিনীত ভালোবাসা দিবসের নাটকগুলো হলো—‘আজ আমাদের বিয়ে’,‘তোমায় ভালোবাসি’,‘লাইট ক্যামেরা অ্যাকশন’,‘পিএস আই লাভ ইউ’, ‘ঘর বন্ধু’,‘দেখা দেখি’, ‘ভ্যালেন্টাইন গেইম’।

তাসনিয়া ফারিন : খুব অল্প সময়ে ছোট পর্দায় পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিন। বিশেষ দিবসে তার নাটকের চাহিদাও থাকে অনেক। এবার ভালোবাসা দিবসে তিনি ৭টি নাটকে অভিনয় করেছেন।

ফারিন অভিনীত নাটকগুলো হলো— ‘রোমিও জুলিয়েট’, ‘নাইনটি ডেইজ’, ‘মেঘ দেখাবো তোমায়’, ‘বাসায় কি মানবে ?’, ‘শুভ রাত্রি’,‘ডেড আই’, ‘লাভ নট রিভেঞ্জ’।

আফরান নিশো : ভালোবাসা দিবসে ১৪টি নাটকে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম অভিনেতা আফরান নিশো। যার মধ্যে ১২ টি নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বাকি দুটিতে তানজিন তিশা ও সাবিলা নূর।

নিশো অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘আন এক্সপেক্টেড মোমেন্ট’, ‘মেরুন’,‘মাজনু’, ‘ভুলজন্ম’,‘ছন্দপতন’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’,‘ভুলতে পারিনা’, ‘দেবদাস ২.০’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট